লক্ষ্মীপুরে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদ-নদীর পানি। নতুন করে দেখা দিয়েছে সাপ আতঙ্ক। গত কয়েকদিনে বন্যা দুর্গত এলাকায় সাপের কামড়ে আহত হয়ে ৬৫ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
শনিবার (২৪ আগস্ট) রাতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরূপ পাল এ তথ্য নিশ্চিত করেন। তবে তিনি তাৎক্ষণিক তাদের পরিচয় জানাতে পারেন নি।
ডা. অরূপ পাল আরও জানান, লক্ষ্মীপুর সদর হাসপাতালে গত কয়েক দিনে ৬৩ জন এবং রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন রোগী চিকিৎসা নিয়েছেন। কামড় দেয়া সাপের মধ্যে বিষাক্ত এবং কম বিষাক্ত সাপ ছিল। এর মধ্যে গত ৪৮ ঘণ্টায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১০ জন।
চিকিৎসকরা জানান, বন্যা কবলিত এলাকায় মাঠে ঘাটে কিংবা বাসা-বাড়িতে কাজকর্ম করার সময় সাপ তাদের দংশন করে। অতি বৃষ্টি ও বন্যার কারণে এসব সাপ গর্ত থেকে বাহিরে আসছে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষ্মীপুরে বন্যার পানিতে একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। বর্তমানে ৫টি উপজেলার শতাধিক গ্রামে পানিবন্দি অবস্থায় রয়েছে ৭ লাখ মানুষ। নিম্নাঞ্চলের এসব এলাকার সর্বত্র থৈ-থৈ করছে পানি। বাড়ি ঘরে পানি ঢুকে যাওয়ায় থাকতে পারছেন না মানুষ। নিরাপদ আশ্রয়ে ছুটছেন কেউ কেউ। অনেকের ঘরে খাবার নেই কারো কারো থাকলেও জ্বলছে না চুলা। কেউ আশ্রয় কেন্দ্রে আবার কেউ স্বজনদের কাছে ছুটছেন। খাবার ও বিশুদ্ধ পানি সঙ্কট দেখা দিয়েছে।