আওয়ার বাংলাদেশ নিউজ
বিশিষ্ট দ্বায়ী মুফতি যুবায়ের আহমদ ও মুফতি রিজওয়ান রফিকীকে সাদা পোশাকে কে বা কারা তুলে নিয়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
নেতৃদ্বয় এক বিবৃতিতে বলেছেন, কারো বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোন অভিযোগ থেকে থাকে তাহলে প্রচলিত নিয়মে তাদের বিচার হবে। কিন্তু সাদা পোশাকে কে বা কারা এমন দুইজন দায়ীকে তুলে নিয়ে গেল তাদের খুঁজে বের করার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর। নেতৃদ্বয় বলেন, বিশিষ্ট দ্বায়ী মুফতি যুবায়ের আহমদ গতকাল থেকে নিখোঁজ। দাওয়াতী কাজ শেষে সৈয়দপুর থেকে বিমান যোগে ঢাকা পৌঁছার পর থেকে তাঁর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। অপরদিকে বিশিষ্ট দায়ী মুফতি রিজওয়ান রফিকীকেও একই কায়দায় রাজধানীর মুগদা থেকে তুলে নেয়া হয়েছে। যে কারণে তাঁর পরিবার পরিজন চরম হতাশায় দিন কাটাচ্ছেন। তারা বলেন, এমন দুইজন দায়ীকে সাদা পোশাকে তুলে নিয়ে যাওয়ার ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেয়া যায় না। অবিলম্বে উভয় দায়ীকে খুঁজে বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। অন্যথায় ঈমানদারদের গণঅসন্তোষ সৃষ্টি হলে সরকারের জন্য বুমেরাং হবে।
Sharing is caring!