বিশেষ প্রতিনিধি:
হাটহাজারীতে ফেসবুক নিয়ে বাড়াবাড়ি করায় স্ত্রীর হাতে সেলিম উদ্দিন (৪২) নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত স্ত্রী কুলসুমা সিদ্দিকা প্রিয়া(৩০) কে আটক করেছে পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী কুলসুমা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ায় স্বামী প্রতিবাদ জানালে এ ঘটনা ঘটে বলে নিহতের পরিবার সুত্রে জানা যায়।
নিহত সেলিম উপজেলার মধ্যম নাঙ্গলমোড়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড হেদায়াত আলীর পাড়ার রাজা মিয়ার পুত্র।
১২ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১টার সময় একটি গাছের ডাল দিয়ে স্বামীকে বেদড়ক পিটিয়ে আহত করে স্ত্রী কুনছুমা। স্বামীর চিৎকারে আশপাশের প্রতিবেশীরা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়, জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় হাটহাজারী মডেল থানায় একটি মামলা হয়েছে।
Sharing is caring!