মুহাম্মাদ আবদুল ওহাব
নিজস্ব প্রতিবেদক:
নোয়াখালীর প্রসিদ্ধ আলেমেদ্বীন শাইখুল হাদিস হাফেজ মাওলানা মোস্তাফিজুর রহমান সাহেব ইন্তেকাল করিয়াছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথিতযশা এই আলেমে দ্বীনের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেয মাওলানা নজীর আহমাদ ও সেক্রেটারি মাওলানা কামাল উদ্দিন।
আজ ১২ সেপ্টেম্বর’২১ইং রবিবার এক যুক্ত বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, হাফেয মাওলানা মোস্তাফিজুর রহমান রহঃ ছিলেন নোয়াখালী জেলার ইলমের অন্যতম কাণ্ডারী। অসংখ্য আলেমের উস্তাদ ছিলেন তিনি। তাসাউফ অঙ্গনে তিনি ছিলেন নিরহংকার একজন কামেল ওলী। দীর্ঘকাল তিনি হাদীসের দরস দিয়েছেন। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন শিক্ষাবিদ ও আত্মশুদ্ধির রাহবার হারালো। আল্লাহ তাঁর ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। শোকসন্তপ্ত পরিবার,তলাবা ও মুহিব্বীনদেরকে সবর করার তাওফিক দিন।
Sharing is caring!