মুহাম্মদ আঃ রহমান
বিশেষ প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শিংগা গ্রামের জনৈক দীনেশ বালা (৭০), পিতা মৃত যাদব চন্দ্র বালাকে তার নিজের দুই ছেলে তপন বালা ও তাপস বালাদ্বয় তাদের বাবাকে বসত ঘরে না রেখে গোয়ালঘরে রাখে।
আজ রোববার(৯ ই আগষ্ট) গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান এর নির্দেশক্রমে থানার এসআই শাহানাজ পারভীন গোয়াল ঘর থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে বসত ঘরে থাকার জায়গা করে দেন।
Sharing is caring!