খুলনা জেলা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় ১ কেজি সহ অমর সাধু (৬৭)নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। গ্রেফতার কৃতর নামে থানায় মাদক আইনে মামলা হয়েছ। মামলা ও পুলিশ সুত্রে জানা যায়, কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাশ, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে কপিলমুনিস্থ অমর সাধুন ব্যবস্যা প্রতিষ্ঠান সাধু স্টোর অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাকে গ্রেপতার করেন। তিনি আরোও জানান, অমর সাধু দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ করে পরিবেশ নষ্ট করে আসছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সঞ্জিত সরকার জানান, তার সাথে জড়িতদের খোজা হেচ্ছে। ওসি এজাজ শফি জানিয়েছেন, মাদক ব্যবসায়ী অমর সাধুকে আদালতের মধ্যোমে কোট হাজতে প্রেরন করেছি।
Sharing is caring!