ডেস্ক রিপোর্ট:
ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ঢাকায় আসার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নয়াদিল্লিতে দেশটির রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে এ আহ্বান জানান তিনি।
শনিবার ( ৫ অক্টোবর) বিকেল সাড়ে চারটায় রামনাথ কোবিন্দর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে ভারতের রাইসিনা হিলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় শেখ হাসিনার সঙ্গে প্রথমবারের মত দেখা হয় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দর।
সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেসসচিব ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনার উন্নয়নের ভূয়সী প্রংশসা করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
আগামী মার্চে বাংলাদেশে আসার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
Sharing is caring!