আব্দুল কাদের
হাটহাজারী প্রতিনিধিঃ
হাটহাজারীতে এক কিশোরী ধর্ষণের মামলায় দুই আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। উত্তর মাদার্শা হাসমত আলীর বাড়ির নুরুল আলম প্রকাশ নঈম্মা চোরার ছেলে মোঃ সোলাইমান (২৬) সৈয়দ আহম্মদ হাট ব্যারিস্টার পাড়া নাজিমের ভাড়াটিয়া নোয়াখালী জেলার হাতিয়া এলাকার চরখীল খবীর সরদারের বাড়ির আব্দুল ওয়াহাবের ছেলে সাইদুল ইসলাম রাতুল (১৯)।
সোমবার (৬ জানুয়ারি) তাদের আদালতে পাঠানোর কথা জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিব।
এর আগে শনিবার (৪ জানুয়ারি) হাটহাজারীতে ধারালো ছোরা দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠে। মামলা সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্থ ওই ভিকটিম নানার বাড়ি থেকে বাড়ি ফেরার পথে সোলাইমান, সাইদুলসহ আরো দুইজন ওই কিশোরীর গতিরোধ করে নির্জনে নিয়ে যায়। পরে ধারালো ছোরা দেখিয়ে ধর্ষণ করে মূমুর্ষ ও রক্তাক্তবস্থায় ফেলে চলে যায় কিশোরীকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে চমেকে ওয়াইন স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।
তদন্ত কর্মকর্তা এসআই হাবিব বলেন, রবিবার রাতে সোলাইমান, সাইদুলসহ আরো দুইজনকে অজ্ঞাত আসামি করে তার পরিবার থানায় একটি মামলা দায়ে করে। ধর্ষণের শিকার সেই কিশোরীর অবস্থা একটু উন্নত হয়েছে বলে জানা যায়।
Sharing is caring!