নাজমুস সাকিব
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর চৌরাস্তা খুব ব্যস্ত সড়ক। রাত-দিন, মানুষের আনাগোনা আছেই। গনমানুষের আনাগোনাতেও সবার চোখের সামনে লম্বা ছুড়ি বা রাম দা ঠেকিয়ে ছিনতাই করেই যাচ্ছে আঘাতকরা। এর যেন কোন সুরাহা নেই।
আজ সকাল ৭ টার দিকে গাজীপুরা এসে জ্যামে পড়ি। আমাদের গাড়ি রাস্তার বাঁ পাশে থাকায় এক হাত দূরেই দেখি ছিনতাই! শত মানুষের চোখের সামনে! কোন ভয় নেই ঘাতকদের। লোকজনের থেকে টাকা, ফোন। ছিনতাই করে নিয়ে গেলো।
কারো মুখে কোন প্রতিবাদ করার ভাষা নেই।
সাধারণ মানুষের দাবী। প্রায়শই এমন ঘটে। এর কোন সুরাহা যেন নেই। কোন শক্তিতে এরা বলিয়ান? সবার জিজ্ঞাসা এটাই। সবার কামনা, প্রশাসন যেন এদিন দৃষ্টি দেয়।
Sharing is caring!