কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভারতীয় পাহাড়ী মহিষের আক্রমনে ৪ জন সাধারণ মানুষ আহত হয়েছে।
সূত্রে জানা যায়- সুনামগঞ্জের ছাতক উপজেলার বাইরং নদীর উৎপত্তিস্থল ভারতীয় নদীমোহনার কূল ঘেষে ছাতকের বাগানবাড়ি এলাকা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এই পাহাড়ী মহিষটি। বাংলাদেশে প্রবেশের সাথে সাথেই সাধারণ মানুষের উপর আক্রমণ করতে থাকে মহিষটি। মহিষটির আক্রমনে ছাতক বাগানবাড়ি এলাকার একজনকে হামলা করে আহত করে।পরবর্তীতে মানুষের তাড়া খেয়ে লম্বাকান্দি দিয়ে কোম্পানীগঞ্জে প্রবেশ করেই আরো ৯ জনকে আহত করে। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় ২ জনকে সিলেট ওসমানী কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের পরিচয় তাৎক্ষনিক ভাবে জানা যায়। ধারনা করা হচ্ছে পাল ছেড়ে আসা পাহাড়ি এই মহিষটি লোকালয়ে প্রবেশ করে দিগিদ্বিক হারিয়ে মানুষের উপর হামলে পড়ে।
এদিকে মহিষের আক্রমন থেকে বাঁচতে স্থানীয় জনতা দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মহিষটিকে শারিরীক ভাবে আহত করেছে। বর্তমানে মহিষটি আহত হয়ে লম্বাকান্দি হাওড়ে রক্তাক্ত অবস্থায় দাড়িয়ে আছে।
স্থানীয় কয়েকজনের সাথে আলাপ কালে জানা যায় সিলেট বনবিভাগ অফিসের কোন ঠিকানা না জানায় মহিষটি রক্ষার কোন উপায় খুজে পায়নি তাই উৎসুক জনতা মহিষটির উপর হামলে পড়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মহিষটিকে আহত অবস্থায় লম্বাকান্দি হাওরে অাটক করেছে উৎসুক জনতা।
Sharing is caring!