দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সদ্য মনোনীত মহাপরিচালক, মাদ্রাসাটির বিগত একবছরের মজলিসে এদারির প্রধান ও বাংলাদেশের গ্রান্ড মুফতি আল্লামা আব্দুস সালাম চাটগামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ ৮সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে গেলে তাকে অ্যাম্বুলেন্সে করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পর হযরতকে মৃত ঘোষণা করা হয়।
হযরতের ইন্তেকালে বিশ্ব একজন নিভৃতচারী বিজ্ঞ অভিভাবক হারিয়েছে।
ইন্তেকালের কিছু সময় পূর্বে আজকের অনুষ্ঠিতব্য হাটহাজারী মাদ্রাসার মজলিসে শুরার অধিবেশনে তিনি হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক মনোনীত হয়েছিলেন।
Sharing is caring!