নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। তাদের সাথে মিলে ঢোল বাজালো ঢাকা সিটি উত্তরের ঢুলি মেয়র আতিকুল।
শুক্রবার রাতে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়াপাড়া সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে যায় এই ঢুলি মেয়র। সেখানে ঢোল নিয়ে নিজেই বাজাতে শুরু করে। মেয়রের ঢোল বাজানোর ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে।
সে যে, ঢুলি একথা এই ভিডিওর মাধ্যমে মানুষ জেনেছে।
এর আগে তার ঢুলি হওয়ার কথা অনেকে জানতো না।
Sharing is caring!