মালয়েশিয়ার মাসা ইউনিভার্সিটির ‘স্টুডেন্ট রিপ্রেজেন্টিটিভ কাউন্সিল’ (এসআরসি) নির্বাচনে আবারো ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের শিক্ষার্থী বশির ইবনে জাফর।
বশির ইবনে জাফর এবারসহ মোট দুইবার এই ইউনিভার্সিটির ভিপি নির্বাচিত হয়েছেন।
২০২১ শিক্ষাবর্ষের ছাত্রসংসদ নির্বাচনে সাত প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ৮১৩ ভোটে জয়ি হয়েছেন তিনি। এরমধ্যে মোট ভোট সংখ্যা ১৭৯২। নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছে ৪০৭ ভোট। এছাড়াও বশির ইবনে জাফরের প্যানেলের ৬ জনের মধ্য থেকে ৫ জনই বিজয়ী হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
এদের মধ্যে, প্রেসিডেন্ট পদে উফাফ, ওয়েলফার ব্যুরো পদে ফয়সাল সাদিক, স্পোর্টস ব্যুরো পদে সোহান, সোশাল ব্যুরো পদে আফিকা।
Sharing is caring!