মোসাদ্দেক বিল্লাহ সাব্বির
(খুলনা প্রতিনিধি):
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর শায়খুল হাদীস আল্লামা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) আগামীকাল ১লা নভেম্বর শুক্রবার দুইদিনের সাংগঠনিক সফরে খুলনা যাচ্ছেন৷
বাংলাদেশ মুজাহিদ কমিটি খুলনা জেলা সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমান জানান, শায়েখে চরমোনাই মুফতী ফয়জুল করীম আগামীকাল ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় গোয়ালখালী মাদ্রাসায় মুজাহিদ কমিটি আয়োজিত ‘হালকা কমিটি’র প্রতিনিধিদের নিয়ে তারবিয়াত অনুষ্ঠানে আলোচনা করবেন৷
বিকালে ২৫০ শয্যা হাসপাতালের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে দাওয়াতী মাসের কার্যক্রম উদ্বোধন এবং রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফজলুল উলুম মাদ্রাসার বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে আলোচনা করবেন।
দ্বিতীয়দিন ২রা নভেম্বর শনিবার সকাল ৯ টায় গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের উদ্দোগে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও তারবিয়াতে, বিকালে খুলনা প্রেসক্লাব মিলানায়তনে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগরের উদ্দ্যোগে আদর্শ সমাজ বিনির্মাণে ওলামায় কেরামের ভূমিকা শীর্ষক সেমিনারে, রাত ৮ টায় রুপসা জাবুসা স্কুল মাঠে বাংলাদেশ মুজাহিদ কমিটি রুপসা উপজেলা কমিটির উদ্দোগে ওয়াজ মাহফিলে এবং রাত ১০ টায় খুলনা ফুলবাড়ীগেট ইমদাদুল উলুম রশিদিয়া মাদ্রাসার বাৎসরিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে মূল্যবান আলোচনা করবেন।
Sharing is caring!