
ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি দিয়েছে যুক্তরাজ্যের প্রায় ২২০ জন আইনপ্রণেতা। ৯টি রাজনৈতিক দলের এসব সদস্যের অর্ধেকের বেশিই লেবার পার্টির এমপি। বড় পরিসরে এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেও জানানো হয় চিঠিতে।
চিঠিতে বলা হয়, যদিও মুক্ত ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র এনে দেয়ার এখতিয়ার যুক্তরাজ্যের নেই, সেটি আমরা বুঝি। তবে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিলে তা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে; সেকারণে আমরা আপনাদেরকে এই পদক্ষেপ নেয়ার আহ্বান জানাচ্ছি।
আগামী কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ফ্রান্স— এমন ঘোষণার পর ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর চাপ তৈরি করছে চিঠিটি।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে জরুরি ফোনালাপের পর স্টারমার জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া হলেও, সেটি হবে একটি বৃহত্তর পরিকল্পনার অংশ। যাতে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের বিষয়টি নিশ্চিত হয়।