মুন্সিগঞ্জে বিনামূল্যে ইফতার পেলো ৪ শতাধিক মানুষ

স্টাফ করেসপনডেন্ট, মুন্সিগঞ্জ:

মুন্সিগঞ্জের টংগি বাড়িতে পবিত্র রমজান মাস উপলক্ষে ‘বিনামূল্যে ইফতার বাজার’ নামের ব্যতিক্রম বাজার অনুষ্ঠিত হয়েছে। যেখানে বিনামূল্যে ইফতারসহ বিভিন্ন নিত্যপণ্যের বাজার করেছে নিম্ন-আয়ের ৪ শতাধিক মানুষ।

আজ মঙ্গলবার (১১ মার্চ) বিক্রমপুর মানবসেবা সংগঠনের উদ্যোগে সকালে উপজেলার কামাড়খাড়া মাঠে এ বাজার আয়োজন করা হয়। মূলত সংগঠনের সদস্যের অর্থায়নে এ আয়োজন করা হয়।

সংগঠন সংশ্লিষ্টরা জানান, রমজানে নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘবের চিন্তা থেকে এ আয়োজন। বিতরণ না করে বাজারের মাধ্যমে সংগ্রহের ব্যবস্থার কারণ হলো মানুষ যেনো মনে না করে তারা সহযোগিতা গ্রহণ করছে। আবার অনেকে বাজার করা সামর্থ্য নেই। তাদেরও বাজার করার অনুভূতি পাবে। কয়েক ঘণ্টার বাজারে ৪ শতাধিক মানুষ সিরিয়াল ধরে তেল, ডাল, মুড়িসহ ৬ ধরনের খাবার সামগ্রী সংগ্রহ করেছে।

এর আগে, ১০ টাকার ইফতার বাজারের আয়োজন করেছিল বিক্রমপুর মানবসেবা ফাউন্ডেশন।