শেখ মুজিবের ছবি সরানো নিয়ে যা জানা গেলো

অপচয় রোধে ঈদ উপলক্ষে নতুন টাকার নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি। আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর‌্যন্ত মিলবে নতুন নোট। ব্যাংকের ৮০টি শাখা ও বাংলাদেশের ব্যাংকের বিভিন্ন কার‌্যালয় থেকে গ্রাহকরা নিতে পারবেন নতুন টাকা। কেন্দ্রীয় ব্যাংক বলছে শেখ মুজিবের ছবি সংবলিত বিপুল নোট ছাপানো। তাই বাতিল করলে বিশাল অর্থের অপচয় হবে।

কেন্দ্রিয় ব্যাংকের মুখপাত্র বলছে, ছাপানো নোটগুলো বাতিল করলে বিপুল অংকের অর্থের অপচয় হবে। তবে আগামী এপ্রিল থেকে মে মাস নাগাদ জুলাই বিপ্লবের গ্রাফিতিরনতুন নোট বাজারে আসবে বলে জানান কেন্দ্রীয় ব্যাংক এর মুখপাত্র।

বাংলাদেশ ব্যাংতের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর‌্যন্ত বাজারে কেন্দ্রীয় ব্যাংকের ইস্যুকৃত নোট ছিল ৩ লাখ ১ হাজার ৭৭৪ কোটি টাকার।