গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক বিএনপি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় গভীর রাতে আগুন জ্বালিয়ে হরতালের ডাক দিয়েছেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে হরতালের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. টি এম মাহবুবুর রহমান।

তিনি বলেন, পূর্বঘোষিত সময় অনুযায়ী শনিবার সকাল থেকে ইউনিয়ন সম্মেলনে ভোটগ্রহণের কথা থাকলেও, জেলা বিএনপির নেতারা আকস্মিকভাবে সেই ভোট বাতিল করেন। জেলা বিএনপির এমন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আমাদের হরতাল কর্মসূচি পালন করা হবে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা রাস্তায় নেমে আসেন। তারা বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করেন এবং মিছিল বের করেন। হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে তারা বালিয়াডাঙ্গী উপজেলা সদরের বিভিন্ন সড়কে মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়।

বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য ভোটের মাধ্যমে কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দীর্ঘদিন ধরে অপেক্ষার পর শনিবার সেই ভোট হওয়ার কথা ছিল। তবে জেলা বিএনপির শীর্ষ নেতারা হঠাৎ করেই ভোট স্থগিতের ঘোষণা দেন, যা নেতাকর্মীদের মধ্যে চরম অসন্তোষ তৈরি করে।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার কথা থাকলেও, জেলা কমিটির একতরফা সিদ্ধান্তে ভোট স্থগিত করা হয়েছে।

এতে করে তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে উপেক্ষা করা হয়েছে বলে তারা মনে করছেন।
বিএনপি নেতা জুলফিকার আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে ভোট বাতিল করা মানে আমাদের মতামতকে দমন করা। আমরা চাই গণতান্ত্রিকভাবে নেতা নির্বাচন হোক।’

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার জানান, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করছি।