আরেক নায়িকার সাথে ঘনিষ্ঠ হলেন সৃজিত!

নতুন বছরে পরিচালক সৃজিত মুখোপাধ‍্যায় আবারও বড় পর্দায় নতুন গল্প নিয়ে হাজির হতে চলেছেন। তার পরবর্তী ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ‍্যায় এবং সৌরসেনী মৈত্রকে গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবিটির নাম ‘সত‍্যি বলে সত‍্যি কিছু নেই’, যা হিন্দি ড্রামা-ফিল্ম ‘এক রুকা হুয়া ফয়সলা’র অনুপ্রেরণায় নির্মিত। পরমব্রত-সৃজিতের যুগলবন্দি এর আগেও বেশ প্রশংসা কুড়িয়েছে, তবে এই প্রথমবার সৃজিতের ছবিতে অভিনয় করছেন সৌরসেনী মৈত্র।

এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সৃজিত মুখোপাধ‍্যায়, সৌরসেনী মৈত্র এবং আরও কিছু টিম মেম্বার মিলে একটি বাসে করে পিকনিকে যাচ্ছেন। ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে সৃজিত ও সৌরসেনীকে। দুজনে ছবির জন্য পোজও দেন। মজার মুহূর্তগুলিও ধরা পড়েছে, যা তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিচায়ক। নতুন ছবির প্রচারের পাশাপাশি, এই ধরনের মুহূর্তগুলো ভক্তদের আরও আগ্রহী করে তুলছে।

দুই বাংলার দুই জগতের জনপ্রিয় তারকা সৃজিত-মিথিলা।মাঝেমধ্যেই শোনো গেছে, বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। যদিও বরাবরই এসব গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দুপক্ষই। তবে সম্প্রতি সৃজিত ও ঋতাভরী চক্রবর্তীর ছবি নিয়ে দুই বাংলার গণমাধ্যমে একযোগে খবর প্রকাশিত হয়েছে।ওই ছবিতে দেখা যায়, সৃজিতের বুকে মাথা রেখে ফ্রেমবন্দি হয়েছেন ঋতাভরী। এরপর থেকে নেটিজেনদের চর্চায় দুজন।

সূত্র: আনন্দবাজার পত্রিকা