ভারত ভেঙে দুই টুকরো হয়ে যাবে, ভ..য়..ঙ্ক..র সতর্কবার্তা বিজ্ঞানীদের!

ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে ২ টুকরো হয়ে যাচ্ছে। এর ফলে ভারত ভেঙে ২ টুকরো হয়ে যেতে পারে। এমনটাই বলছেন ভূতাত্ত্বিকরা। এমনটা হলে কী হবে?

বিজ্ঞানীরা বলছেন, লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ ও উত্তর প্রদেশের একাংশ ভারতের ম্যাপ থেকে মুছে যেতে পারে। এই প্রক্রিয়ার আরম্ভ হয়ে গিয়েছে।

২০২৩ সালের চিনের ওসেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ভারতীয় টেকটনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণা করছিলেন। তখনই তাঁরা ভারতীয় টেকটনিক প্লেটের বিচিত্র আচরণ লক্ষ্য করেন। তারা লক্ষ্য করেন ভারতীয় প্লেট ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যাচ্ছে। যেমনটা কোনও কাগজের উপর থেকে তার ল্য়ামিনেশন তুলে নেওয়া হয়ে দেখা যায়।

ভারতীয় ও ইউরেশিয় প্লেটের সংঘর্ষে তৈরি হয়েছিল হিমালয়। ওই দুই প্লেটের মধ্যে সংঘর্ষ আজও চলছে। তাই আজও বাড়ছে হিমালয় পর্বত। আর তার মধ্যেই ভাঙছে ভারতীয় টেকটনিক প্লেট। বিজ্ঞানীরা বলছেন ইতিমধ্যেই তিব্বতের নীচে ভারতীয় প্লেটে একটা ফাটল ধরেছে।

বলা ভালো ওই প্লেট দুভাগ হয়ে একটি প্লেট ঢুকে গিয়েছে ইউরোশিয়ান প্লেটের নীচে। অন্য প্লেটটি ঢুকে গিয়েছে আর্থ ম্যান্টেলের মধ্যে।

কমপক্ষে ১৬০ লক্ষ বছর আগে গোলমালের শুরু। ভারতীয় টেকটনিক প্লেটের সঙ্গে সংঘর্ষ হয় ইউরেশিয়ান প্লেটের। ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ ইউরেশিয়ান প্লেটের নীচে ঢুকে যায়।

এ। ফলেই ইউরেশিয়ান প্লেট উপরের দিকে উঠে যায়। আর ভারতীয় টেকটনিক প্লেটের একাংশ রয়ে যায় ইউরেশিয়ান প্লেটের নীচে। বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় টেকটনিক প্লেটের কিছুটা অংশ হয়তো ভাঁজ পড়ে গিয়েছে কিংবা কুঁচকে গিয়েছে।

চিনের বিজ্ঞানীরা বলছেন তিব্বতের নীচে ভূমিকম্পের হদিস পেয়েছেন। তাঁর বলছেন খুব সম্ভবত ভারতীয় টেকটনিক প্লেটের নীচে কোনও অংশে ফাটল ধরেছে। এটির মধ্যে ডিল্যামিনেশন শুরু হয়েছে অর্থাত্ এটি ভাগ হতে শুরু করেছে। প্লেটের সবচেয়ে শক্ত অংশ ভূগর্ভস্থ ম্যান্টেল বা লাভার মধ্যে ঢুকে যাচ্ছে।

আর ভারতীয় টেকটনিক প্লেটের অন্য একটি অংশ ইউরেশিয়ান প্লেটের নীচে লেগে রয়েছে। ফাটল শুরু হয়েছে তিব্বতের নীচে। ওই জায়গাতেই ভারতীয় টেকটনিক প্লেট দুভাগ হয়ে যাচ্ছে। ডিসেম্বরে সানফ্রান্সিসকোতে আয়োজিত আমেরিকায় জিও ফিজিক্যাল কন্ফারেন্সে এরকমই একটি থিওরি পেশ করা হয়। বিজ্ঞানীরা বলেছেন, ভাবাই যাচ্ছে না কোনও টেকটনিক প্লেট এভাবে ভেঙে যেতে পারে।