বিসিএস ভেরিফিকেশনে প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড যাচাইয়ের জন্য নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিচ্ছে কমিশন। শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানিয়েছেন পিএসসি চেয়ারম্যান। বিসিএস পরীক্ষা পদ্ধতি ও সিলেবাসে আনা হবে পরিবর্তন। পিএসসির ইতিহাসে প্রথমবারের মতো এমন আয়োজন করা হয়েছে যেখানে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের সাথে আলোচনা করেছেন পিএসসি চেয়ারম্যান।
পিএসসি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, আগামীর বাংলাদেশ যেন গড়তে পারে নতুন কর্মচারীরা সেজন্য বিসিএস পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হবে। প্রার্থীর ভেরিফিকেশন প্রক্রিয়ার জন্য হচ্ছে নীতিমালাও। মানুষের প্রত্যাশা পূরণ করতে বদ্ধ পরিকর পিএসসি। আগামীতে তাই সব পক্ষের সাথে মতবিনিময় সভা করবে কমিশন। Travel packages
এই আলোচনায় বলা হয়, শিক্ষার্থীরা যেন মুক্তভাবে তাদের মতামত প্রকাশ করে। একজন শিক্ষার্থী বলেন, মুখস্থ নির্ভর পরীক্ষার জন্য অ্যানালিটিকাল দক্ষতা কমে যাচ্ছে তাদের, তাই পরীক্ষা পদ্ধতিতে যেন পরিবর্তন আনা হয়। আরেকজন শিক্ষার্থী বলেন, মৌখিক পরীক্ষার জন্য বোর্ডে যেন শুধু প্রার্থীর ছবি, রেজিস্ট্রেশন এবং ইউনিক আইডি থাকে।