আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহিদুজ্জামান বলেছেন, দেশবাসী মনে করে বিএনপি আওয়ামী লীগকে প্রধান বিরোধী শক্তি হিসেবে দেখতে চায়।এই ধারণাটা ইদানিং জনগণের মধ্যে দ্রুত ছড়াচ্ছে।
বাংলাদেশে রাজনৈতিক ঐক্যের জায়গাতে কোন ঘাটতি দেখছেন কিনা এই প্রশ্নের উত্তরে অধ্যাপক্ষ এম শহীদুজ্জামান বলেন, ঐক্যের জায়গায় বড় রকমের ঘাটতি রয়েছে যেটা বাইরে থেকে হয়তো বোঝা যাচ্ছে না। তিনি বলেন,বিএনপি মরিয়া, কিন্তু জামায়াত বিএনপির চেয়ে বেশি যুক্তিবাদী,সংঘবদ্ধ। জামায়াতের তুলনায় বিএনপি’র মধ্যে ঐক্য কম।Travel packages
তিনি আরো বলেন বামপন্থীদের চিন্তাভাবনা বুদ্ধিবৃত্তিক,কিন্তু ডানপন্থীদের বেলায় কিছু ঘাটতি রয়েছে। জামায়াতকে বিএনপির থেকে বেশি সংঘবদ্ধ এবং বুদ্ধিবৃত্তিক সংগঠন বলে মনে করেছেন অধ্যাপক শহিদুজ্জামান।
ফ্যাসিজম এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে গেলে তাদের বিচার এবং শাস্তির বিষয়ে সিরিয়াস হতে। কিন্তু দেশবাসী মনে করছে বিএনপি এই জায়গাটিতে উদাসীনতা দেখাচ্ছে এবং শাস্তির ব্যাপারে অন্যান্য দলের তুলনায় তারা অনেক উদাসীন কিন্তু জামায়াত শক্ত অবস্থান তৈরি করেছে।
সূত্র:বাংলাভিশন