হাজারীবাগে বাজারে ভয়াবহ আগুন, কাজ করছে ১২ টি ইউনিট, চলছে উদ্ধার কাজ

রাজধানীর হাজারীবাগে চামড়ার যে গুদামটিতে আগুন লেগেছে সেটি ফিনিক্স লেদার নামের একটি কারখানার গুদাম। শুক্রবার বেলা ২টার পর ওই গুদামে আগুন লাগে। সাততলা একটি ভবনের পঞ্চম তলায় গুদামটি অবস্থিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিটের পৌনে তিন ঘণ্টার চেষ্টায় বিকেল পৌনে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিরেক্টর (অপারেশনস) লে. কর্নেল তাজুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর হাজারীবাগ বাজারে ফিনিক্স লেদার কমপ্লেক্সে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

তিনি আরও জানান, প্রতিটি ফ্লোরে দাহ্য পদার্থ আছে। প্লাস্টিক, চামড়া, কাপড়, কেমিক্যালসহ নানা সামগ্রী আছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে এসেছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে। আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসছে। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে তাদের সহযোগিতা করছে।

সরেজমিন ঘটনাস্থল ঘুরে দেখা যায়, সাত তলা ভবনের ৫ তলায় আগুন লাগলেও ষষ্ঠ ও সপ্তম তলায় আগুন ছড়িয়ে পড়েছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে পুরো এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে যোগ দিয়েছেন বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৩ সালের এইদিনে একই ভবনে আগুন লাগে। সেসময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল।