মুসলিম এই তারকা খেলোয়াড় ছাড়া সবাইকে ভিসা দিল ভারত

ভারত সফরের আগে অতিথি দলের মুসলিম ক্রিকেটারের ভিসা সংক্রান্ত ঝামেলায় পড়া যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এবার ভুক্তভোগী ইংলিশ পেসার। সতীর্থরা সব আনুষ্ঠানিকতা শেষ করেছেন ভাল ভাবেই। কিন্ত সিরিজের আগ মুহূর্তে ভারতের ভিসা নিয়ে ঝামেলায় কেবল সাকিব মাহমুদ। ভারত সফরে ৫ টি টোয়েন্টি ও তিন টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে ইংল্যান্ড।

২২ জানুয়ারি শুরু হবে এই সাদা বলের সিরিজ। শুক্রুবার কলকাতা পৌঁছানোর কথা ইংল্যান্ড দলের। সিরিজের জন্য আবুধাবিতে ক্যাম্প করছে ইংলিশরা। কিন্ত এখনো সেই ক্যাম্পে যোগ দিতে পারেনি সাকিব। ভারতের ভিসার জন্য পাসপোর্ট আগেই জমা দেয়ায় সংযুক্ত আরব আমিরাতেও যেতে পারছেন না এই ফাস্ট বোলার। জফরা আর্চার, মার্ক উডদের সাথে পেস ইউনিট সামলাবেন সাকিব।

গত বছর দ্যা হান্ড্রেড এর ফাইনালে ম্যাচ জেতানো স্পেল করে আবারো সামর্থের প্রমাণ দেন এই বোলার। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি টোয়েন্টি সিরিজে সেরা হন তিনি। এই ইনফর্ম বোলারকে কিছুতেই ভারত সফরে মিস করতে চান না ব্রেন্ডন ম্যাককলাম। তবে শেষ পর্যন্ত পাকিস্তানি বংশোদ্ভূত এই বোলারকে পাবেন কিনা কোচ তা নিয়ে তরি হয়েছে অনিশ্চয়তা।

ছয় বছর আগে একই কারণে ইংল্যান্ড লায়ন্সের হয়ে ভারত সফরে আসা হয়নি সাকিবের। গত বছর ভিসা প্রক্রিয়ায় বিলম্বের কারণে হায়দ্রাবাদ টেস্ট মিস করেছিলেন ইংলিশ স্পিনার শোয়েব বশির। মুসলিম ক্রিকেটারদের ভিসা নিয়ে ভারতের নাটক অনেক আগের। তারাই আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন তোলে।