ছাত্রীকে যৌন নির্যাতন বহিষ্কার বিএনপি নেতা

দশম শ্রেণির স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো জুয়েল রানাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বহিস্কার আদেশের বিষয়টি নিশ্চিত করে বলেছেন মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে তাকে দলের সিদ্ধান্ত বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর অনুমোদনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত শনিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার চর-সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই ছাত্রীকে জোরপূর্বক যৌন নির্যাতন করেন। বাড়ি ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের অবগত করেন। সোমবার (১৩ জানুয়ারী) রাতে নির্যাতিত ছাত্রীর বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, মামলা হওয়ার পর নির্যাতিত ছাত্রীকে মঙ্গলবার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে পরর্বীতি ব্যবস্থা নেওয়া হবে।