হাসিনাকে নিয়ে হাটে হাঁড়ি ভাঙ্গলেন কংগ্রেস নেতা মণিশঙ্কর!

ভারতকে নানা ধরণের সুবিধা দেয়া এবং শেখ হাসিনার ভারত প্রীতি নিয়ে বোমা ফাটালেন ভারতের সাবেক মন্ত্রী মণিশঙ্কর।

জনসাধারণের মনে প্রশ্ন,দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে কেনো এতো গুরুত্ব দিচ্ছে ভারত?

দীর্ঘদিন ধরে হাসিনা ইস্যুতে ভারেতের কেউই মুখ খুলছেন না। এবার হাটে হাঁড়ি ভাঙ্গলেন কংগ্রেস নেতা, সাবেক মন্ত্রী মণিমঙ্কর।তাঁর বক্তব্যে উঠে এসেছে হাসিনার তরফ থেকে নানা সময়ে ভারতকে নানা ধরণের সুবিধা দেয়ার বিষয়টি।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের জন্য অনেক কিছু করেছেন উল্লেখ করে মণিশঙ্কর বলেন,শেখ হাসিনার যতদিন ইচ্ছা ততদিন ভারতে থাকতে দেয়া উচিত,এমনকি সেটা জীবনের শেষ দিন পর্যন্তও হতে পারে।

বিচারের মুখোমুখি করতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর যে দাবি করা হয়েছে,সে বিষয়ে মণিশঙ্কর বলেন,আমার মনে হয় আমরা সবাই একমত হবো যে,“শেখ হাসিনা আমাদের জন্য অনেক ভালো কাজ করেছেন।আমি আশা করি এ নিয়ে আমরা কেউই দ্বিমত করবোনা।আমি খুশি কারণ তাঁকে আশ্রয় দেয়া হয়েছে।আমি মনে করি,যতদিন তিনি চান ততদিন এখানে তাঁকে থাকতে দেয়া উচিত।এমনকি তিনি যদি তাঁর বাকিটা জীবন এখানে কাটাতে চান তাহলেও।”

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক ঢাকা সফরটি উল্লেখ করে মণিশঙ্কর বলেন এ ধরণের আলোচনা অব্যাহত রাখা এবংমন্ত্রীপর্যায়ে যোগাযোগ স্থাপন করা অত্যন্ত জরুরী।বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন,এ ধরণের হামলার কথা সত্য হলে অনেক ক্ষেত্রে নানা রাজনৈতিক দন্ধ ও মত পার্থক্যের কারণ হবে।এগুলো অতিরঞ্জিতভাবে তুলে ধরা হচ্ছে। তবে হাসিনার সমর্থক হিসেবে অনেক সংখ্যালঘু তাঁর পাশে রয়েছেন।