বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) ভারতের আমন্ত্রণে সাড়া না দিয়ে দেশটির আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি খরচে অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বাংলাদেশ এই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে জানা যায়, সেমিনারটি ১৪ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে পাকিস্তান, বাংলাদেশসহ আফগানিস্তান, মিয়ানমার, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের কর্মকর্তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। পাকিস্তান অংশগ্রহণ নিশ্চিত করলেও বাংলাদেশ এতে যোগ দেবে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোমিনুল ইসলাম জানান, এক মাস আগে এই আমন্ত্রণপত্র পাওয়া গেছে। তিনি বলেন, “ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আমাদের তাদের ১৫০তম বার্ষিকীতে আমন্ত্রণ জানিয়েছে। আমরা তাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখি এবং সহযোগিতা অব্যাহত আছে, তবে সরকারি খরচে অপ্রয়োজনীয় ভ্রমণের নীতিমালা মেনে আমরা এতে যোগ দিতে পারছি না।”
আইএমডি প্রতিষ্ঠিত হয় ১৮৭৫ সালে ব্রিটিশ শাসনামলে। ১৫ জানুয়ারি তারা ১৫০ বছর পূর্তি উদযাপন করবে। ১৮৬৪ সালে কলকাতার সাইক্লোন এবং ১৮৬৬ ও ১৮৭১ সালের অনাবৃষ্টির পরিপ্রেক্ষিতে এই সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল।Travel packages
ছোট পরিসরে যাত্রা শুরু করলেও আইএমডি এখন আবহাওয়া পূর্বাভাস, যোগাযোগ এবং বৈজ্ঞানিক উদ্ভাবনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।
ভারত প্রথম উন্নয়নশীল দেশ হিসেবে জিওস্টেশনারি স্যাটেলাইট (ইনস্যাট) উৎক্ষেপণ করেছিল, যা আবহাওয়ার নজরদারি এবং সাইক্লোন সতর্কতার জন্য ব্যবহৃত হয়।
আইএমডি সেমিনারে বাংলাদেশের পাশাপাশি পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপালের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছিল।
সূত্র: ইন্ডিয়া.কম