সুস্থ হয়ে গণতন্ত্রে ভূমিকা রাখবেন খালেদা জিয়া: আসিফ নজরুল

লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়ার একদিন আগে (৬ জানুয়ারি) খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি পোস্টে আশা প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়া যেন সুস্থ হয়ে দেশে ফিরে এসে গণতন্ত্র ও বাংলাদেশের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।Travel packages

আসিফ নজরুল আরও লেখেন, গত নভেম্বরে বেগম খালেদা জিয়ার বিদেশে যাওয়ার সম্ভাবনা তৈরি হলে তিনি তার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে খালেদা জিয়া ছাত্র নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন এবং গণঅভ্যুত্থানে যুবসমাজের অংশগ্রহণ নিয়ে আলোচনা করেন।