বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রমবিষয়ক সম্পাদক ফিরোজ-উজ-জামান মামুন মোল্লা বলেছেন, হাসিনা সরকারের দুর্নীতি, নির্যাতন ও আয়নাঘরে নিয়ে মানুষ হত্যা করে ফ্যাসিবাদী ইতিহাস গড়েছেন। এ দেশ আমাদের, দেশ রক্ষার্থে ঘরে ঘরে বিএনপির দুর্গ গড়ে তুলুন।
মঙ্গলবার বিকেল ৫টায় বরগুনার তালতলী উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মামুন বলেন, ফ্যাসিবাদী হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ায় স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। অন্তবর্তীকালীন সরকারের কাছে কেন্দ্রীয় নেতারা নির্বাচনের রোডম্যাপ চেয়েছেন। তাই অনির্বাচিত সরকার দীর্ঘস্থায়ী হতে পারে না।
উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিয়া মো. শামীম আহসানের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আবদুল কাদের জোমাদ্দারের সঞ্চালনায় আয়োজিত জনসভায় প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সাবেক যুগ্ম আহ্বায়ক এ জেড এম সালেহ ফারুক।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন বরগুনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাড. নূরুল আমিন পিপি, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তালিমুল ইসলাম পলাশ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. রঞ্জুআরা শিপু, বরগুনা জেল বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ। আরো উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জনসভায় অন্যান্য বক্তারা বলেন, বিগত ১৭ বছরে যেভাবে আমাদের ওপর নির্মম নির্যাতন চালিয়েছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। মাফিয়াদের ছোবলে দেশ ধ্বংস হয়ে গেছে। বিচার ব্যবস্থা ভেঙ্গে গেছে। পুলিশ প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয়েছে। লাখ লাখ কোটি টাকা পাচার করা হয়েছে। দেশে কিছুই নেই।
বক্তারা বিএনপি নেতাকর্মীদের মাঠে থেকে অন্যায় প্রতিরোধে কাজ করা ও তারেক জিয়ার নির্দেশ মেনে আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে একতাবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।