প্রথমার্ধে দারুণ ফুটবল খেলেও জালের দেখা পেল না দল। দ্বিতীয়ার্ধে একে একে স্কোরশিটে নাম লেখালেন তিনজন। বিশ্বকাপ বাছাইয়ে চিলিকে উড়িয়ে শীর্ষস্থান আরও সুসংহত করল আর্জেন্টিনা।
বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। গোল পেয়েছেন অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও দলে ফেরা পাওলো দিবালা।