ট্রফি উদযাপন নিয়ে মুখ খুললেন শান্ত

দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানকে ২-০ তে হোয়াইটওয়াশ করে রেকর্ড গড়েছে টাইগাররা৷ পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয় তো বটেই, পাকিস্তানের মাটিতেও এটি প্রথমবারের মতো জয় বাংলাদেশের। তাই স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসটা একটু বেশিই বাংলাদেশ দলের মাঝে। অধিনায়ক হিসেবেও এই সিরিজ জিতে রেকর্ড গড়েছেন নাজমুল হোসেন শান্ত। তাই তার উদযাপনটাও ছিলো একটু অন্যরকম। লিওনেল মেসি, রোহিত শর্মার মতো করে ট্রফি নিয়ে ঘুমিয়ে থাকার একটি ছবি পোস্ট করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে লেখেন ‘শুভ সকাল’।

তবে মেসি-রোহিতরা এই সেলিব্রেশন করেছিলেন বিশ্বকাপ জিতে। শান্ত তা করেছেন একটি দ্বিপাক্ষিক সিরিজ জেতার পর। যাতে সমালোচনার শিকার হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। যদিও বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে এটি অনেক বড় এক জয়ই। তবুও এটি নিয়ে ক্রিকেট মহলে হয়েছে গঠনমূলক সমালোচনা। এবারে এই সেলিব্রেশন নিয়ে কথা বলেছেন খোদ বাংলাদেশ অধিনায়ক শান্ত।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, “এমন জয়টা আসলেই বিশেষ। তাই একবার মনে হলো রাতে শোয়ার সময় ট্রফিটা নিয়েই ঘুমাই। কাউকে দেখে না ঠিক। তবে এমন ভাবে হয়তো লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল। এই আরকি।”

সিরিজ জয় নিয়ে শান্ত আরো বলেন, “এই সিরিজটা আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যাওয়ার আগে দারুণ প্রস্তুতি নিয়ে গিয়েছিলাম। মনস্তাত্ত্বিক দিক কিংবা স্কিল, ক্রিকেটারদের সবকিছু ভালো একটা পজিশনে ছিলো। আমরা পাকিস্তানে তিনদিন আগে গিয়েছিলাম নির্ধারিত তারিখের। এটা আমাদের অনেক উপকার করেছে।”

বাংলাদেশের এরপরের লক্ষ্য ভারত। ১৯ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে বসতে যাচ্ছে দুদলের মধ্যকার দুম্যাচের টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।