
পরিবর্তিত নিয়মে ২০২৪-২৫ মৌসুমে মাঠে গড়াবে ইউরোপের ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। মোনাকোতে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টের ড্র।
দল সংখ্যা চারটি বেড়ে চ্যাম্পিয়নস লিগে এখন থেকে অংশ নেবে ৩৬টি ক্লাব। প্রতি দল কমপক্ষে আটটি করে ম্যাচ খেলবে। নতুন নিয়মে গ্রুপপর্বের অস্তিত্ব থাকবে না। প্রথম পর্বে দৈবচয়ন পদ্ধতিতে সব ক্লাবের প্রতিপক্ষ নির্ধারিত হবে।
পয়েন্ট তালিকার শীর্ষ আট দল সরাসরি শেষ ষোলোর টিকিট কাটবে। টেবিলের ৯ থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোর মধ্যে হবে নকআউট প্লে অফ রাউন্ড। এখান থেকে আরো আটটি দল শেষ ষোলোতে যাবে। পয়েন্ট টেবিলের নিচের ১২টি দল প্রথম পর্বেই বাদ পড়বে।
আগের মতোই শেষ ষোলোতে যাওয়া ক্লাবগুলো কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে। এরপর যথারীতি সেমিফাইনাল ও ফাইনাল।
ড্রয়ের নতুন নিয়ম অনুযায়ী, ৩৬টি দলকে র্যাংকিংয়ের ভিত্তিতে এরই মধ্যে চারটি পটে ভাগ করা হয়েছে। ভার্চ্যুয়ালি কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে ড্র সম্পন্ন হবে। একটি দল প্রতিটি পট থেকে দুটি করে প্রতিপক্ষ পাবে, যাকে বলা হচ্ছে দৈবচয়ন পদ্ধতি। ক্লাবগুলো একে অন্যের বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে।