তামিম ও হাথুরুসিংহে নিয়ে যা জানালেন নতুন বিসিবি প্রধান

এক যুগ পর অবশেষে বিসিবি থেকে অবসান ঘটল নাজমুল হাসান পাপনের। দায়িত্ব নিয়েই বিসিবিকে দুনীর্তি মুক্ত করার ঘোষণা দিলেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে বলেও জানান তিনি।

তামিম ইকবালের আরও দুই তিন বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা উচিত বলে মনে করেন তিনি।

এদিকে, চান্ডিকা হাথুরুসিংহকে বাদ দেওয়ার পরিকল্পনাও নিয়ে রেখেছে বোর্ড।
সভাপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বিসিবিতে আগমণ ফারুক আহমেদের। আগের বোর্ডের দুর্নীতির কারণে প্রশ্নবানে জর্জরিত তিনি। পাপনের আমলে বোর্ডে ঘটে যাওয়া দুর্নীতি নিয়ে সোচ্চার হতে চান তিনি।

জাতীয় দল নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ক্রিকেটারদের। তবে, এবার জাতীয় দল গঠনে নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে বলেও জানান তিনি।

চান্ডিকা হাথুরুসিংহের কর্মকাণ্ড নিয়ে বিরক্ত নয়া সভাপতিও। তিনি বলেন, প্রক্রিয়া মেনেই তাকে জাতীয় দল থেকে বাদ দিতে চান। লোকাল কোচদেরও দায়িত্ব দেওয়ার পক্ষে ফারুক।

অভিমানে ক্রিকেট থেকে সরে যাওয়া তামিম ইকবালকে আরও দুই থেকে তিন বছর খেলার পরামর্শ সভাপতির।

দেশের বর্তমান অবস্থার কথা চিন্তা করেই নারীদের টি-টোয়েন্টি আয়োজন সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন বোর্ড প্রধান।