ভিডিও এর দেখা গিয়েছে, একটি মাটির ঘরে ঢুকছেন শাড়ি পরা ওই তরুণী। ঘরের মধ্য লুকিয়ে থাকা একটি সাপকে বার করে আনলেন তিনি। এর পর ঘরের বাইরে বেরিয়ে আসেন। বৃষ্টিতে ভিজতে ভিজতেই সাপটিকে লোকালয় থেকে দূরে একটি জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন।
পরনে রানি রঙের শাড়ি। খোলা চুল, হাতে ঘড়ি। গটগট করে ঢুকে গেলেন একটি কুঁড়ে ঘরে। খালি হাতেই হ্যাঁচকা টানে বার করে আনলেন ঘরে লুকিয়ে থাকা একটি সাপকে। সেই সাপটিকে জঙ্গলে গিয়ে ছেড়েও এলেন তিনি। এক তরুণীর এমনই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভিডিওটি অনেককে মুগ্ধও করেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
পরনে রানি রঙের শাড়ি। খোলা চুল, হাতে ঘড়ি। গটগট করে ঢুকে গেলেন একটি কুঁড়ে ঘরে। খালি হাতেই হ্যাঁচকা টানে বার করে আনলেন ঘরে লুকিয়ে থাকা একটি সাপকে। সেই সাপটিকে জঙ্গলে গিয়ে ছেড়েও এলেন তিনি। এক তরুণীর এমনই ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিওটি অনেককে মুগ্ধও করেছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিওয় দেখা গিয়েছে, একটি মাটির ঘরে ঢুকছেন শাড়ি পরা ওই তরুণী। ঘরের মধ্য লুকিয়ে থাকা একটি সাপকে উদ্ধার করেন। এর পর ঘরের বাইরে বেরিয়ে যান তিনি। বৃষ্টিতে ভিজতে ভিজতেই সাপটিকে লোকালয় থেকে দূরে একটি জঙ্গলে ছেড়ে আসেন। মাঝখানে বৃষ্টিতে ভিজে সাপটিকে নিয়ে খেলা করতেও দেখা গিয়েছে ওই তরুণীকে।
সাইবা__১৯’ নামে ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা ওই ভিডিও ইতিমধ্যেই বহু মানুষের নজর কেড়েছে। ১৩ লক্ষের বেশি মানুষ লাইক করেছেন ভিডিওটি। ওই তরুণীর সাহসিকতার জন্য অনেকে তাঁকে কুর্ণিশও জানিয়েছেন। পাশাপাশি ভিডিওটিতে তরুণীর সৌন্দর্যের তারিফও করতে দেখা গিয়েছে।