কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল তৃতীয়বারের মতো প্লাবিত হয়েছে। ফলে পানিবন্দি হয়ে পড়েছে তিন হাজারেরও বেশি পরিবার। পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ির সঙ্গে, রাঙ্গামাটি, দীঘিনালা, লংগদু ও সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক (ডিসি) মো. শহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, অতিরিক্ত বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।
ডিসি মো শহিদুজ্জামান জানান, দুর্যোগ মোকাবিলায় সব উপজেলায় অশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তিনি ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সার্বক্ষণিকভাবে পরিস্থিতি তদারকি ও মনিটরিং করছেন। পানিবন্দি ও আশ্রিতদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। খাগড়াছড়ি পৌরসভায় ১২ মেট্রিক টনসহ পুরো জেলার জন্য ৪০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। পাহাড় ধসের ঝুঁকিতে থাকা মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হয়েছে।
খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম জানান, গতকাল মঙ্গলবার রাতে পৌরসভার ১২টি আশ্রয়কেন্দ্রে দুই হাজার মানুষ আশ্রয় নিয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
মাত্র ১৮ দিনের ব্যাবধানে আবারও পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়ায় আক্রান্ত এলাকার মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। ভেসে গেছে পুকুর, মাছ, তলিয়ে গেছে শাক-সবজিসহ ফসলি জমি। ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের জমি ও বীজতলা।