অস্কারে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত ‘প্যালেস্টাইন ৩৬‘

ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ও লেখিকা অ্যানমারি জাসিরের নির্মিত চলচ্চিত্র ‘প্যালেস্টাইন ৩৬’ অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে ফিলিস্তিনের পক্ষ থেকে অফিসিয়াল এন্ট্রি হিসেবে নির্বাচিত হয়েছে।

১৯৩০-এর দশকের ফিলিস্তিনকে কেন্দ্র করে নির্মিত এই নাটকীয় চলচ্চিত্রটি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে গণজাগরণের সময়ের সাধারণ মানুষের জীবনচিত্র তুলে ধরেছে। পরিবর্তনের এক অস্থির সময়ের পটভূমিতে নির্মিত এই গল্পে তুলে ধরা হয়েছে পরিচয়, প্রতিরোধ এবং রূপান্তরের মতো গভীর বিষয়।

চলচ্চিত্রের মূল চরিত্রগুলোর মধ্যে রয়েছে —

ইউসুফ (কারিম দাউদ আনায়া), একজন তরুণ, যিনি তার গ্রামীণ জীবন ও দ্রুত বদলে যাওয়া জেরুজালেম শহরের টানাপোড়েনের মধ্যে আটকে পড়েছে;
আফরা (ওয়ারদি এলাবৌনি), এক কিশোরী মেয়ে, যিনি তার দাদীর (হিয়াম আব্বাস) সহায়তায় অনিশ্চয়তার মধ্যে পথ খুঁজে নিচ্ছে;
একজন বন্দর শ্রমিক (সালেহ বাকরি), যিনি অনিচ্ছা সত্ত্বেও বিদ্রোহে জড়িয়ে পড়েন।
চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয়ও সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এর অভিনেতা লিয়াম কানিংহ্যাম, তিউনিশিয়ান অভিনেতা জাফের ল’আবিদিন, এবং ফিলিস্তিনি তারকা ইয়াসমিন আল-মাসরি ও কামেল এল-বাসা।

‘প্যালেস্টাইন ৩৬’-কে ফিলিস্তিনের পক্ষ থেকে অস্কার এন্ট্রি হিসেবে নির্বাচিত করেছে ফিলিস্তিনি চলচ্চিত্র পেশাজীবীদের একটি স্বাধীন কমিটি, যা ফিলিস্তিনের সংস্কৃতি মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে।

চলচ্চিত্রটি সৌদি আরবের রেড সি ফান্ড এবং কাতারভিত্তিক কাটারা স্টুডিওস থেকে অর্থায়ন পেয়েছে।

১৯৩০-এর দশকের ফিলিস্তিনের দুর্লভ আর্কাইভাল ফুটেজ সমৃদ্ধ এই চলচ্চিত্রটি আগামী মাসের ৫ তারিখ টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে। এই প্রথম কোনো আরব চলচ্চিত্র টরন্টোর মর্যাদাপূর্ণ গালা সেকশনে স্থান পাচ্ছে।

অ্যানমারি জাসিরের , যিনি বহু বছর ধরে ফিলিস্তিনি গল্প নিয়ে কাজ করছেন, এর আগে নির্মাণ করেছেন ‘Salt of This Sea’ (2008), ‘When I Saw You’ (2012), এবং ‘Wajib’ (2017) — প্রতিটি চলচ্চিত্রই সমালোচকদের প্রশংসা পেয়েছে এবং অস্কারে ফিলিস্তিনের পক্ষ থেকে জমা দেয়া হয়েছিল। ‘প্যালেস্টাইন ৩৬’ তার চতুর্থ চলচ্চিত্র, যেটিকে অস্কারের জন্য পাঠানো হলো।

এটি ফিলিস্তিনের ১৮তম চলচ্চিত্র, যেটি আন্তর্জাতিক ফিচার বিভাগে অস্কারের জন্য জমা পড়ছে। এখন পর্যন্ত ফিলিস্তিন দুইবার এই বিভাগে মনোনয়ন পেয়েছে — হানি আবু-আসাদের ‘Paradise Now’ (2006) এবং ‘Omar’ (2014) এর জন্য।

উল্লেখ্য, অস্কারের আন্তর্জাতিক ফিচার বিভাগে শর্টলিস্ট ঘোষণা করা হবে ১৬ ডিসেম্বর। এরপর আগামী বছরের ২২ জানুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত মনোনয়নের তালিকা।