স্লোগান দিয়ে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ

মাসজুড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রাকে’ কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতে আগুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি বহরে হামলা-ভাঙচুরের পর এবার সমাবেশের মঞ্চে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকেরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর পৌনে ১টায় স্লোগান দিয়ে এ হামলার ঘটনা ঘটে। এসময় ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

সরেজমিনে উপস্থিত যমুনা টিভির এই প্রতিবেদক জানান, অতর্কিত হামলা হয়নি। পুলিশ ও এপিবিএনের সামনেই খালের ওপার থেকে স্লোগান দিতে দিতে হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় পুলিশ ও এনসিপির নেতারা দৌড়ে সমাবেশস্থল ত্যাগ করে। যদিও পরবর্তীতে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ স্থলে ফিরে আসে। একইভাবে অতিরিক্ত পুলিশ মোতায়েনের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

এর আগে, এদিন সকালে সদর উপজেলার গান্ধীয়াশুর এলাকায় ঘোনাপাড়া-টেকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে কথা বলতে গেলে ইউএনওর গাড়ি বহরে হামলার ঘটনা ঘটে।

তারও আগে গোপালগঞ্জ সদরের উলপুরে পুলিশের গাড়িতে হামলা, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনা ঘটে। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।