
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুরে সবুজে ঘেরা একটি ক্রিকেট মাঠ তার সৌন্দর্য ও মনোরম দৃশ্যের জন্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।
সোমবার (১৯ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। অনেকেই এর ড্রোন ভিউ দেখে অঞ্চলটিকে আমাজন রেইনফরেস্টের সাথেও তুলনা করছেন। তবে আকাশ থেকে তোলা ফুটেজটি আসলে পালাপ্পিলি মাঠের, যা কেরালার বারান্দারাপ্পিলিতে হ্যারিসনস মালায়ালাম প্ল্যান্টেশনের মধ্যে অবস্থিত।
কেরালার সৌন্দর্য নতুন কিছু নয়। ‘ঈশ্বরের দেশ’ নামে পরিচিত রাজ্যটি তার বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আগে থেকেই জনপ্রিয়। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভ্লগার ইনস্টাগ্রামে একটি ক্রিকেট মাঠের নান্দনিক ড্রোন ফুটেজ প্রকাশ করেল অনেকেই এর মনোরম দৃশ্যে আবার মেতে ওঠে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ভিডিওটি ৩৭.৬ মিলিয়নের বেশি মানুষ দেখেছে। সেইসাথে মন্তব্য পড়েছে হাজার হাজার। এ সময় অনেককেই অঞ্চলটির প্রাকৃতিক সৌন্দর্যের ভূয়সী প্রশংসা করতেও দেখা যায়।
মাতৃভূমি.কম অনুসারে, হ্যারিসন মালায়ালাম কোম্পানি কয়েক দশক আগে তার বৃক্ষরোপণ কর্মীদের জন্য ক্রিকেট মাঠটি তৈরি করেছিল। এতে প্রবেশ করতে যেতে হয় একটি সরু গাছ-রেখাযুক্ত রাস্তা দিয়ে। অঞ্চলটিতে দেখার মতো আরও আছে- ব্যাকওয়াটার, ঘন জঙ্গল, সৈকত, পাহাড় এবং সবুজের সমারোহ।