পেঁয়াজের দাম নিয়ে বিশাল সুখবর

রাজবাড়ীতে এক দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ১০ টাকা। রবিবার (১৮ আগস্ট) এই বাজারদর জানিয়েছেন ব্যবসায়ীরা। এখন ৯০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। মণপ্রতি দাম কমেছে সাড়ে ৩০০ টাকা।

সরজমিনে দেখা যায়, সোমবার থেকে পেঁয়াজের মূল্য কেজিতে ১০ টাকা কমে ৯০ টাকা করে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে প্রতি মণ পেঁয়াজে সাড়ে ৩০০ টাকা কমেছে। তাই খুচরা বাজারে দাম কমেছে। তবে এখনো পেঁয়াজের বাজার পরিস্থিতি ঊর্ধ্বগতির কারণে ক্রেতারা হিমশিম খাচ্ছেন।

ক্রেতারা জানান, বাজারে পেঁয়াজের দাম কিছুটা কমেছে। তবে এখনো অনেক দাম। আজ ১০ টাকা কমে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের বাজারদর এখনো অনেক বেশি।

বাজারদর কমাতে প্রশাসনিক নজরদারি প্রয়োজন বলে জানান তারা।

ব্যবসায়ীরা জানান, গতকাল ও আজ এ দুই দিন পেঁয়াজের বাজারদর কমেছে। পাইকারি বাজারে মণপ্রতি ২০০-৩০০ টাকা কমেছে। বর্তমানে প্রতি মণ দেশি পেঁয়াজ কিনতে হচ্ছে তিন হাজার ২০০-৫০০ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০ টাকা কেজি দরে।