
ভারতের বিরুদ্ধে পাকিস্তান যে কাউন্টার অ্যাটাক শুরু করেছে সেই অভিযানের নাম রাখা হয়েছে ‘বুনইয়ানুম মারসুস’। দেশটির আইএসপিআর এই নামকরণের বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।
এই নামটি আরবি শব্দ ‘বুনইয়ানুম মারসুস’ থেকে নেয়া হয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআনের একটি আয়াতে এই শব্দটির উল্লেখ আছে।
বুনইয়ানুম মারসুস অর্থ ‘কঠোর সীসা দিয়ে তৈরি একটি প্রাচীর’, যা শক্তি, সংহতি এবং দুর্ভেদ্যতার প্রতীক। পবিত্র কোরআনের বর্ণনায় বুনইয়ানুম মারসুস বলতে তাদের বোঝানো হয়েছে, যারা আল্লাহর পথে লড়াই করতে গিয়ে সীমা বা লোহার দেয়ালের মতো শক্ত থাকে।
মূলত, সূরা আল-সাফ (৬১-৪) থেকে এই নামটি অনুপ্রেরণা হিসেবে বেছে নেয়ার কথা জানিয়েছে পাকিস্তানের আইএসপিআর, যেখানে একটি শক্ত, সুগঠিত কাঠামো হিসাবে আল্লাহর পথে লড়াইকারীদের প্রশংসা করা হয়েছে।