৩ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলাম নাঈম

৩ দিনেও উদ্ধার হয়নি নিখোঁজ মাদ্রাসা ছাত্র হাসিবুল ইসলাম নাঈম

হাসিবুল ইসলাম নাঈম,পিতাঃ মৃত- আব্দুল আউয়াল,গ্রামঃ সংহাই তপুদার বাড়ি, থানাঃ শাহারাস্তি, জেলাঃ চাঁদপুর। সে গত ৪ মে রোববার বিকেল ৪ ঘটিকায় সংহাই নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী সুচিপাড়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে যায়। এরপর থেকে নাঈমের আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। তাকে না পেয়ে তার মা নাজমুন নাহার বাদী হয়ে ৫মে সোমবার রাতে শাহারাস্তি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন। হাসিবুল ইসলাম নাঈম পার্শ্ববর্তী ফেরুয়া কাদেরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র। তার উচ্চতাঃ ৫ফুট দুই ইঞ্চি, ওজনঃ ৪৮ কেজি, মুখমন্ডলঃ গোলাকার, গায়ের রং- শ্যাম বর্ণ। কেউ যদি নাঈমের সন্ধান পেয়ে থাকেন তাহলে নিচের মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো।

01814069189