ফুটবলে ট্রান্সজেন্ডার নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ঘোষণা করেছে, আগামী ১ জুন থেকে নারীদের ফুটবলে ট্রান্সজেন্ডার বা রূপান্তরিত নারীদের অংশগ্রহণের অনুমতি দেয়া হবে না। এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ১৫ এপ্রিলের রায়ের ভিত্তিতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টস এ তথ্য জানায়।

এফএ জানিয়েছে, এখন থেকে শুধুমাত্র নারী হিসেবে জন্মগ্রহণকারী খেলোয়াড়রাই নারী ফুটবলে খেলতে পারবেন। গত ১১ এপ্রিল এফএ তাদের ট্রান্সজেন্ডার নীতিমালা সংশোধন করেছিল, কিন্তু আদালতের রায়ের পর তা সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, ‘এটি একটি জটিল বিষয়। আমাদের অবস্থান সর্বদাই ছিল যে আইন, বিজ্ঞান বা স্থানীয় ফুটবলে এই নীতির প্রয়োগে উল্লেখযোগ্য পরিবর্তন হলে আমরা এটি পর্যালোচনা করব এবং প্রয়োজন হলে পরিবর্তন আনব। আমরা বর্তমানে নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড়দের সাথে যোগাযোগ করছি এই পরিবর্তনগুলি ব্যাখ্যা করতে।’

ইংল্যান্ডে নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড়ের সংখ্যা ৩০-এরও কম (অ্যামেচার স্তরে)। অন্যদিকে, হোম নেশন্স (ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস, উত্তর আয়ারল্যান্ড)-এর পেশাদার ফুটবলে কোনো নিবন্ধিত ট্রান্সজেন্ডার নারী খেলোয়াড় নেই।

বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত লিঙ্গ সমতা, ট্রান্সজেন্ডার অধিকার এবং ক্রীড়ার ন্যায্যতার বিষয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করতে পারে।