মুন্সিগঞ্জে মর্টার শেল নিস্ক্রিয়ের সময় ভয়াবহ বিস্ফোরণ, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাটির নিচ থেকে উদ্ধারকৃত একটি মর্টার শেল নিস্ক্রিয় করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ২৪টি ঘরবাড়ি ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত, বিস্ফোরণে বেশকয়েকটি বাড়ির ঘরের চাল উড়ে গেছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদের অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা মর্টার শেলটি বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে নিস্ক্রিয় করে। এ সময় বিস্ফোরণের তীব্রতা ২০০ মিটার এলাকা পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে দোকানপাট ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়।