৫ হাজার টন ওজনের বিশালাকার রণতরী বানালো উত্তর কোরিয়া

হাজার টন ওজনের বিশালাকার রণতরী তৈরি করেছে উত্তর কোরিয়া। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রণতরীটি উদ্বোধন করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।

শুক্রবার দেশটির উপকূলীয় নামফো অঞ্চলে নৌবাহিনীর জাহাজ নির্মাণ কারখানায় এ আয়োজন করা হয়। অনুষ্ঠানের ছবি প্রকাশ করেছে কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ।

কেসিএনএ জানায়, জাপানবিরোধী বিপ্লবী যোদ্ধা চো হিয়নের নামে জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিয়ন-ক্লাস’। এটিকে একটি বহুমুখী যুদ্ধজাহাজ বা ডেস্ট্রয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সচিব জো চুন রিয়ং উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, জাহাজটি ‘সবচেয়ে শক্তিশালী অস্ত্র’ দিয়ে সজ্জিত এবং এটি উত্তর কোরিয়ার নিজস্ব শক্তি ও প্রযুক্তির সাহায্যে মাত্র ৪০০ দিনের মধ্যে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কিম জং উন জানান, যুদ্ধজাহাজটি নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হবে এবং আগামী বছরের শুরুতেই এটি কার্যক্রমে যুক্ত হবে। দেশের নিরাপত্তা পরিস্থিতির কথা উল্লেখ করে কিম বলেন, আমাদের দেশের নিরাপত্তা পরিবেশ বর্তমানে খুবই গুরুতর। এই সময়ে যুদ্ধজাহাজটি আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করার জন্য অত্যন্ত উপযুক্ত।

অত্যাধুনিক এই রণতরী নির্মানের মাধ্যমে নতুন এক যুগের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল।