পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলছে উত্তপ্ত পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যে ঢাকা সফর স্থগিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই দিনের সফরে ২৭ এপ্রিল দারের ঢাকা আসার কথা ছিল।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অনিবার্য কারণে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নির্ধারিত সফরটি করতে পারছেন না। পারস্পরিক সুবিধাজনক সময়ে সফরটি পরবর্তীতে অনুষ্ঠিত হবে।

দেশটির সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পেহেলগামের হামলার পর ভারত-পাকিস্তান উদ্ভূত পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ ও কাবুল সফর স্থগিত করা হয়েছে।