চলতি বছরে ১০০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক: বিডা চেয়ারম্যান

কাজের সুযোগ তৈরিতে নানা উদ্যোগ নেয়া হচ্ছে। এসব ক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, চলতি বছরেই ১০০ কোটি ডলারে বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। শিগগিরই নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে সরকার।

মঙ্গলবার (৮ এপ্রিল) বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনের এক ব্রিফিং অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ব্রিফিংয়ে বিডা চেয়ারম্যান জানান, এখন থেকে নাসার সঙ্গে তথ্য বিনিময় করতে পারবে বাংলাদেশ। বিজ্ঞান, শিক্ষা ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে মহাকাশ অনুসন্ধান করা যাবে। এরপর বিশ্বব্যাংক প্রতিনিধিদের সঙ্গে দেশি-বিদেশি উদ্যোক্তারা মতবিনিময় করেন।

এক প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, গতকালের লুটপাটের ঘটনায় চারটি মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে ৫৬ জন। এছাড়াও তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ট্যারিফ সমস্যা শুধু বাংলাদেশের নয়, অনেক দেশেরই রয়েছে। সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

উল্লেখ্য, সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি উদ্যোক্তারা নারায়ণগঞ্জের আড়াইহাজার স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শন করেছেন। অন্যদিকে, দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে, নাসার সঙ্গে নন-মিলিটারি স্পেস এক্সপ্লোরেশন বিষয়ে চুক্তি সই করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।