৩ হাজার ৬শ’ বছর আগের মিশরের রাজার রহস্যময় সমাধি উন্মোচন করেছে প্রত্নতাত্ত্বিকরা

প্রায় ৩ হাজার ৬শ’ বছর আগে মিশর শাসন করা এক রাজবংশের ইতিহাস উন্মোচনে সাহায্য করছে নতুন আবিষ্কৃত একটি প্রাচীন সমাধি। চলতি বছরের জানুয়ারিতে মিশরের আবিদোসে একটি বিশাল চুনাপাথরের সমাধিকক্ষ খুঁজে পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। শনিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আবিষ্কৃত সমাধিতে রয়েছে একাধিক কক্ষ ও সজ্জিত প্রবেশপথ। তবে এই জাঁকজমকপূর্ণ সমাধিটি কাদের জন্য তৈরি হয়েছিল, তা এখনও রহস্য রয়ে গেছে।

গত ২৭ মার্চ ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার পেন মিউজিয়াম এক বিজ্ঞপ্তিতে জানায়, সমাধির প্রবেশপথের ইটের ওপর খোদাই করা হায়ারোগ্লিফিক লিপি নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে সমাধির মালিকের নাম পড়া সম্ভব হয়নি।

আবিষ্কৃত এই সমাধিতে কোনো কঙ্কাল পাওয়া যায়নি, যা থেকে মালিকের পরিচয় জানা যেত। তবে আবিষ্কারক দলটি মনে করছে, এটি সম্ভবত খ্রিস্টপূর্ব ১৬৪০ থেকে ১৫৪০ সালের মধ্যে দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সময়ে মিশর শাসন করা কোনো রাজার সমাধি।

এই রাজবংশটি আবিদোস রাজবংশ নামে পরিচিত, যা প্রাচীন মিশরের সবচেয়ে কম জানা রাজবংশগুলোর একটি। ঐতিহাসিক নথিতে এই অঞ্চল শাসন করা বেশ কয়েকজন রাজার নাম উল্লেখ নেই—এই রহস্যময় রাজা তাদেরই একজন হতে পারেন।

প্রত্নতাত্ত্বিকরা এই সমাধিটি আবিদোসের একটি প্রাচীন নেক্রোপলিস বা ‘মৃতের শহরে’ প্রায় ২৩ ফুট (৭ মিটার) গভীরে খুঁজে পেয়েছেন। এই নেক্রোপলিসটি অবস্থিত আনুবিস পর্বতের নিচে, যা একটি প্রাকৃতিক পিরামিড আকৃতির পাহাড়। প্রাচীন মিশরীয়রা এটিকে পবিত্র মনে করত এবং এর নিচে সমাধি লুকিয়ে রাখত।

ঐতিহাসিক নথিতে আবিদোসকে একটি পবিত্র নগরী হিসেবে উল্লেখ করা হয়েছে, যা মৃত্যুর দেবতা ওসাইরিসের চূড়ান্ত বিশ্রামস্থল এবং প্রথম ফেরাউনদের পছন্দের সমাধিস্থল ছিল। শতাব্দীর পর শতাব্দী ধরে এই নেক্রোপলিসটি বিকশিত হয়েছে, যেখানে বিভিন্ন রাজবংশ তাদের রাজাদের সমাধি তৈরি করেছে।

প্রায় এক দশক আগে, ওয়েগনার ও তার দল এই নেক্রোপলিসের মধ্যে প্রথম সমাধিটি আবিষ্কার করেছিলেন, যা আবিদোস রাজবংশের অস্তিত্ব নিশ্চিত করে।