
ভূমিকম্প বিধ্বস্ত মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে ২০ দিনের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে জান্তা সরকার। ভূমিকম্পে বিপর্যস্ত দেশটিতে ত্রাণ সহায়তা ও উদ্ধার প্রচেষ্টা জোরদার করার লক্ষ্যে এই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে জান্তা।
বুধবার (২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এমআরটিভি এক প্রতিবেদনে দেশজুড়ে বিদ্রোহীদের সঙ্গে জান্তার যুদ্ধবিরতির তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধারকাজ, ত্রাণ সংক্রান্ত এবং পুনর্বাসন প্রক্রিয়া সফল করতে আগামী ২২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে যুদ্ধবিরতি। ভূমিকম্পে নিহতদের প্রতি সমবেদনা প্রকাশ করতেই এ সিদ্ধান্ত বলে জানিয়েছে গণমাধ্যমটি।
এর আগে, গত শুক্রবার ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে; প্রাণ যায় ৩ হাজারেরও বেশি মানুষের।
২০২১ সালে, গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি’র সরকারকে হঠিয়ে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। তখন থেকেই জেনারেল মিন অং লাইং ((হ্লাইং)) নেতৃত্বাধীন জান্তা সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছে বেশ কয়েকটি বিদ্রোহী