
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারের সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে। ঈদ শেষে কর্মস্থলে ফিরতেও ভোগান্তি হবে না।
রোববার (৩০ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, এই বছর দফতর হিসেবে নয়, সরকার হিসেবে সবাই একসাথে কাজ করেছি। সড়ক বিভাগ, বিআরটিএ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, পুলিশ সবাই একত্রে কাজ করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে শ্রমিক এবং মালিকরা সরকারকে পূর্ণ সহযোগিতা করেছেন।
তিনি আরও বলেন, কোনো পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ওই পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে।
এদিকে, রোববার সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। তিনি বলেন, নাশকতা কিংবা হামলার কোনো শঙ্কা নাই। যাত্রাপথের মতোই মানুষ স্বস্তির সাথে ঈদ পালন করবে। দুর্নীতিকে প্রশ্রয় না দেয়ার কারণেই মানুষ স্বস্তিতে বাড়ি যেতে পারছে।