
পাবনা করেসপনডেন্ট:
পাবনা বেড়া উপজেলায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ মার্চ) রাতে অভিযুক্ত গোলজার হোসেনকে (৫০) আটক করে থানায় হস্তান্তর করে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার ইফতারের আগ মুহূর্তে ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো। এ সময় শিশুটিকে টাকার লোভ দেখিয়ে রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করে গোলজার। পরে শিশুটি বাড়ি গিয়ে তার মায়ের কাছে ঘটনা বললে শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শিশুটির অবস্থার অবনতি হলে কর্তব্যরত তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করে।
এদিকে, এই খবরে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত গোলজারের বাড়ি-ঘরে ভাঙচুর ও আগুন ধড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, একপর্যায়ে বিক্ষুব্ধ এলাকাবাসী থানা ঘেরাও করে।
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়েছে পুলিশ। ভুক্তভোগী শিমুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।